বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
 

পাথরঘাটায় নৌ-পুলিশের অভিযানে ৪ মন হরিণের মাংস জব্দ, এতিমখানায় বিতরণ

ন্যাশনাল ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৩

---
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের বলেশ্বর নদ সংলগ্ন জাহাঙ্গীরের কয়লা কারখানার পাশ থেকে ৪ মন হরিণের মাংস জব্দ করা হয়। রোববার (১১ জুন) রাত আড়াইটার দিকে চরদুয়ানী নৌ- পুলিশ ফাঁড়ির সদস্যরা ওই মাংস ও ১ টি ট্রলার জব্দ করেন। এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।

চরদুয়ানি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম সরদার বলেন, ৬৫ দিনের ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে বলেশ্বর নদীর তীরে অবস্থান নেই। কিছুক্ষণ পর একটি কয়লা কারখানার পাশের ঘাটে ট্রলার থেকে বস্তাভর্তি কিছু নামানো হচ্ছে এমন অনুমান যাচ্ছে। আমরা দ্রুত ওই ট্রলারের কাছে গেলে ট্রলারে থাকা লোকজন লাফিয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি করে ৪ টি বস্তায় ৪ মন মাংস জব্দ করা হয়।

পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার সুপল চন্দ্র গোলদার এর অনুমতি ক্রমে ওই জব্দকৃত ৪মন মাংস থানার সামনে বসে এতিম খানায় বিতরণ করা হয়।

বন আইন অনুযায়ী মাংস বিতরনের বিষয় উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয় আমাকে জানানো হয় নাই। তবে জব্দ কৃত মাংস কাউকে বিতরন করার নিয়ম নাই এটা আইনগত বিধিবিধান রয়েছে।

পাথরঘাটা বন কর্মকর্তা আবুল কালাম আজাদকে ফোন করে হরিণের মাংস বিষয় জানতে চাইলে তিনি বলেন আমি এবং ভিট অফিসার সহ ৫জন পটুয়াখালী মিটংয়ে আছি। বিষয়টি জানাতে পেরেছি আমার অফিসের লোকজন সেখানে পাঠিয়েছি বিস্তারিত আসলে জানানো হবে।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম সরদারকে মাংস বিতরণের বিষয় জানাতে চাইলে তিনি বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি ক্রমে বিতরণ করছি। আমাকে তিনি এতিম খানায় বিতরন করে দিতে বলছেন তার কল রেকর্ড আমার কাছে রক্ষিত আছে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে কল রেকর্ড সাংবাদিকদের দেয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon