বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
 

বুটেক্সে বৃহত্তর রংপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে কুশল ও শামীম

ক্যাম্পাস
প্রকাশ: ১২ জুন ২০২৩

---
বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা জেলা হতে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘বুটেক্সিয়ান অ্যাসোসিয়েশন অব রংপুর ডিবিশনের (বার্ড) কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হন বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের ওয়াহিদুজ্জামান কুশল এবং সাধারণ সম্পাদক ৪৫তম ব্যাচের সাজ্জাতুল ইসলাম শামীম।

গতকাল রোববার (১১ জুন) বার্ড-এর ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মোবাশশিরুল হাসান এ কমিটি ঘোষণা করেন।

সভাপতি ওয়াহিদুজ্জামান কুশাল বলেন, ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় সিনিয়রদের যারা রংপুর বিভাগের সবাইকে সাথে নিয়ে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। সংগঠনের পরিকল্পনা নিয়ে সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম শামীম বলেন, বৃহত্তর রংপুর বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে একটি সুন্দর কমিউনিটি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। যেখানে অ্যালামনাই সাথে বর্তমান শিক্ষার্থীদের যোগাযোগ থাকবে, শিক্ষার্থীরা ক্যারিয়ার গাইডলাইনসহ সকল সমস্যা সমাধানের সঠিক দিকনির্দেশনা পাবে।

উল্লেখ্য, রংপুর বিভাগীয় সকল বুটেক্সে পড়ুয়াদের একত্রিত করা, তাদের মধ্যে ভ্রাতৃত্ব বজায় এবং শিক্ষার্থী-কর্মজীবীসহ সবাইকে নিয়ে কাজ করার নিমিত্তে ২০২২ থেকে যাত্রা শুরু হয় সংগঠনটি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon