আবু ইসহাক অনিক,
ছয় বছরে সম্পূর্ণ হয় নি ভাস্কর্যের কাজ।
সময়ের সাথে পাল্লা দিয়ে ব্যয় বেড়েছে প্রায় তিন গুণ
অসমাপ্ত অবস্থায় পরে আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাস্কর্য। এই ঘটনাটি ঘটেছে বিদ্রোহী কবির নামে বাংলাদেশে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ে এমন কাজ হৃদয়বিদারক বলে আখ্যায়িত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ভাস্কর্যটির কাজ ২০১৭-১৮ অর্থ বছরে শুরু হয়ে ২০১৯ সালে জুন- জুলাই মাসে শেষ হওয়ার কথা থাকলেও হয় নি শেষ। ব্যর্থ হয়েছে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সুতিয়া করপোরেশন।
সময় যত গড়িয়েছে প্রকল্পের অর্থছাড় বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন গুণ। চুক্তি ছিল ৪২ লক্ষ টাকার কিন্তু ১ কোটি ১২ লক্ষ ব্যয় করেও কাজ অসমাপ্ত। তড়িঘড়ি করে ২০১৯ সালের ২৫ মে কবির ১২২ তম জন্মবার্ষিকীতে উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর স্থগিত হয়ে যাওয়া কয়েকটি কাজের মধ্যে অন্যতম নজরুল ভাস্কর্য।
এজন্য তৎকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। অর্থ সংকটের অজুহাতে নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছিল। সেই ভাস্কর্যের কাজ আজও শেষ হয় নি।
এখন অব্দি ছয় বছর অতিবাহিত হয়েছে কিন্তু এখনো হাসির মুখ দেখে নি দুখু মিঞা। সূর্য ডোবার সাথে সাথে অন্ধকারে মিলিয়ে যায় নজরুল ভাস্কর্য। হয়নি লাইটের ব্যবস্থা।এমনকি আলোকিত হয়নি গত ২৫ মে উদযাপিত কবির ১২৪ তম জন্মবার্ষিকীতে।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর বলেন, প্রথমত এটির পরিকল্পনায় ত্রুটি থাকায় নির্ধারিত সময়ে ও নির্ধারিত বাজেটে কাজ শেষ করতে পারে নি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান। কৃচ্ছসাধনের কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে। সৌন্দর্য বর্ধনের কাজ আমরা ফুল দিয়ে সাজিয়েছি। নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলের ভাস্কর্য শেষ হবে ইনশাআল্লাহ।
পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান বলেন,অর্থের অভাবে বন্ধ আছে। আমরা অর্থ পেলে কাজ শুরু করব। আমাদের পরিকল্পনায় ভুল ছিল বলে এত টাকা খরচ হইছে। শেষ হতে আরও কত টাকা লাগবে আপাতত ভাবছি না। কাজ যখন শুরু করব তখনকার বাজারদরে হিসাব করতে হবে। ভাস্কর্যের কাজ কবে শুরু করব আপাতত বলতে পারছি না।
মন্তব্য