জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহিম আজাদ সাইমুম বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড ২০২২ প্রদান পেয়েছেন।
রবিবার (১১ জুন) মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী নিজ হাতে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করেন।
জানা যায়, স্নাতকোত্তর পর্যায়ে সমগ্র বাংলাদেশ থেকে মোট ২২ জন শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়ে ইবরাহিম আজাদ সাইমুম বলেন, এই বৃহৎ প্রচেষ্টার ক্ষুদ্র অংশ হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিতবোধ করছি। আমার ক্ষুদ্র জীবনে এই বৃত্তির মাধ্যমে কিছু সফলতা আমার মাকে দিতে পেরেছি। এটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। প্রধানমন্ত্রীর অসংখ্য মহান উদ্যোগের ধারাবহিকতায় আজকের এই “শেখ মুজিব স্কলার” বৃত্তি প্রদান।এই বৃত্তি অসংখ্য শিক্ষার্থীকে প্রেরণা যোগাবে সামনে এগিয়ে যেতে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, তার পদক প্রাপ্তিতে আমরা বিশ্ববিদ্যালয়ের সবাই খুবই গর্বিত ও আনন্দিত। আমি আশা করব অন্যান্য বিভাগ থেকেও আমাদের শিক্ষার্থীরা এই ধরনের পদক ও সাফল্য বয়ে আনবে।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম কোন শিক্ষার্থী হিসেবে ইব্রাহিম আজাদ সায়মুম এ এওয়ার্ড পেয়েছেন।
মন্তব্য