শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
 

নারায়ণগঞ্জে যুবককে ডেকে নিয়ে ছুরির আঘাতে খুন।

JK0007
প্রকাশ: ১৫ জুন ২০২৩

 

 

 

মৃত সোহানের ঢাকা মেডিকেল কলেজে হসপিটাল থেকে নেওয়া ছবি

 

 ইমরান হোসেন তালহা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

 

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় ছুরিকাঘাতে হাফিজুর রহমান সোহান (২৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪জুন) রাত সাড়ে ৮টার দিকে  কুতুবপুর পাগলা এলাকার বউ বাজারের রসুলপুরে জয়নালের রিক্সার গ্যারেজের ভিতরে এই ঘটনা ঘটে। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

 

বাবা জাহাঙ্গীর আলম জানান,  তাদের বাসা ফতুল্লার পাগলা পূর্বপাড়ায়। ওই এলাকাতেই সিমেন্টের ব্যবসা ছিল সোহানের। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।

 

স্ত্রী উর্মি আক্তার ও এক মেয়ে রয়েছে মৃত সোহানের।

তিনি আরও জানান, সন্ধ্যার দিকে রসুলপুর গ্যারেজের ভিতরে ডেকে নিয়ে  জয়নাল ও জয়নালের ছেলেসহ আরো কয়েকজন সোহানের বুক ও পেটের তিন স্থানে ছুরিকাঘাত করে। খবর পেয়ে সেখান থেকে দ্রুত তাকে প্রথমে স্থানীয় পপুলার হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে দুর্বৃত্তরা সোহানকে ছুরিকাঘাত করেছে তা জানি না।

 

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া জানান, জানান ঘটনা শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই,  এবং ঘটনাস্থল থেকে ৪জনকে জিজ্ঞাসাবাদ এর জন্য পুলিশের হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে ঘটনার সাথে জড়িত থাকা সকলকে আইনের আওতায় আনা হবে।


মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon