এনামুল হক - যুগের কণ্ঠস্বর,
রপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকা থেকে গতকাল রাত ৮ঃ৩০ মিনিটের দিকে রাব্বি (২১) কে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানাধীন ভূলতা ফাঁড়ির ডিউটিতে থাকা এএসআই শিহাব।
পরে এ বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির ডিউটিতে থাকা এ.এস.আই শিহাব জানান, এই রাব্বি বহু দিন যাবত এই ভূলতা আমলাবো এলাকায় বিভিন্ন অপরাধ, মাদক ব্যবসার সাথে জড়িত আমরা গোপন সংবাদের ভিত্তিতে এই ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হই।
এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এই রাব্বি নামের ছেলেটি ভূলতা গাউছিয়া এলাকায় অনেক বছর যাবত ভাড়া থাকছে, তার গ্রামের বাড়ি শরীয়তপুর। এবং সে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত, তার বিরুদ্ধে মাদক ব্যবসা সহ অনেক অভিযোগ আছে, সে কিছুদিন আগে মারামারি ও হামজালা নামের এক ব্যক্তিকে কুপিয়ে যখম করেছিলো সেই মামলার ওয়ারেন্টের আসামী এই রাব্বি। সে দীর্ঘদিন যাবত পালিয়ে ছিলো, পরে তাকে আমলাবো এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ৮ঃ৩০ মিনিটের দিকে আমাদের ভূলতা ফাঁড়ির পুলিশ এএসআই শিহাব ও তার সঙ্গীও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য