শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
 

নারী সাংবাদিকের উপর হামলা গ্রেপ্তার ১

JK0007
প্রকাশ: ২০ জুন ২০২৩

---

নারায়ণগঞ্জ প্রতিনিধি।

নারায়ণগঞ্জের লোকাল অনলাইন পত্রিকা, আমার নারায়ণগঞ্জ অনলাইনের সম্পাদক জান্নাতুল ফেরদৌস জান্নাতসহ ৩ সংবাদ কর্মীর উপর হামলা ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (১৯ জুন) রাতে ইসদাইর অক্টো অফিস এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি বিশ্বজিৎ ওরফে বিশু(৩২)কে গ্রেপ্তার করা হয়। এর আগে, রবিবার রাতে সংবাদ সংগ্রহের কাজে গিয়ে ৩ সংবাদ কর্মীর উপর হামলা চালায় ইসদাইর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি বিশ্বজিৎ ওরফে বিশু, আদর, কাশেমসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনের একটি বাহিনী। এ সময় গুরুত্বর আহত হয় জান্নাত, শান্ত ও ইমরান নামের তিন সংবাদ কর্মী। পাশাপাশি তিন সংবাদ কর্মীকে ধরে ইসদাইর এলাকায় নিতে চেষ্টা করা হয়। সেসময় প্রকাশ্যে জান্নাত নামের নারী সাংবাদিকদের গায়ে ধরে টানাটানি করার সময় তার জামা ছিড়ে শ্লীলতাহানি করেন সন্ত্রাসীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফতুল্লা মডেল থানা পুলিশের ডিউটি টিম। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিশ্বজিৎসহ সকল অভিযুক্তরা। পরে আটক করে রাখা সংবাদ কর্মীকে উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ভুক্তভোগী নারী সাংবাদ কর্মী জান্নাত বলেন, আমরা গত কয়েকদিন ধরেই মাদক সংক্রান্ত বিষয় সংবাদ করার জন্য ইসদাইর ও মাসদাইর এলাকার বিভিন্ন স্থানে কৌশলে তথ্য সংগ্রহ করছি। তারি ধারাবাহিকতায় সংবাদ সংগ্রহ শেষে গত রবিবার রাতে নিজের মোটরসাইকেল নিয়ে অক্টো অফিস এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তিরা আমি এবং আমার সাথে থাকা ২ সংবাদ কর্মীর উপর সন্ত্রাসী হামলা চালায়। এ সময় কারন জানতে চাইলে তারা ইসদাইর এলাকায় যেতে বলে। পরে আমরা যেতে না চাইলে আামাদের ধরে জোর করে নেয়ার চেষ্টা করেন। সে সময় আমার জামা ছিড়ে যায়। পাশাপাশি আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাই। এ ঘটনা মুঠোফোনে ফতুল্লা মডেল থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনার সত্যতা পেয়ে মামলা নেয়। পরদিন প্রধান আসামি বিশ্বজিৎকে গ্রেপ্তার করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon