শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
 

সিদ্ধিরগঞ্জে ধর্ষণের মামলায় গ্রেফতার ০৩

JK0007
প্রকাশ: ৪ জুলাই ২০২৩

অপহরণকারী

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন রনি সিটি এলাকা থেকে ৫,লক্ষ টাকা মুক্তি পন ও ধর্ষণের মামলায় ০৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এবিষয় (০২ জুলাই) মোঃ আব্দুল ফাত্তাহ জানান ভিকটিম এর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলায় দায়ের করেন যাহার নং ১২, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা অনুযায়ী ৭/৮/৯(০১)/ ৩০ এ রুজু করা হয়। আব্দুল ফাত্তাহ এর মেয়ে সততা(১০) ও তার ভায়রার মেয়ে মাইশা (১২) গত (০১জুলাই) ০৫:৫০ ঘটিকায় আমার বাসা থেকে বের হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী কলেজ পাড়া এলাকায় আমার বায়রার বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসে রওনা হয়ে চিটাগাং রোড বাস কাউন্টারে নামলে বিবাদী ১/ মোঃ রাসেল (৩৩) পিতা: আবুল কালাম আজাদ সাং - সোনাখালী, পোঃ গাজীপুরা,থানা: আমতলী, জেলাঃ বগুড়া। ২/ আলামিন (৩২) পিতা: আলী আজগর মাঝী সাং - চরনুর আমিন, থানা: চরফ্যাশন, জেলা: ভোলা। সিদ্ধিরগঞ্জ রনি সিটির শাহজাহান মিয়ার ভাড়াটিয়া। ৩/ জোসনা বেগম (২৮) স্বামী: আলামিন, পিতা: ইউসুফ সরদার সাং- নন্দীপাড়া, পো: বতল ভুইন্যা, থানা ও জেলা: পটুয়াখালী। ৪/ মো: মামুন (৩৯) পিতা: ইউসুফ সরদার সাং- নন্দীপাড়া, পো: বতল ভুইন্যা, থানা ও জেলা: পটুয়াখালী। অপহরণ করিরা তাদের কোথায় জাবে জিজ্ঞেস করলে তাঁরা বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে তাদেরকে সিদ্ধিরগঞ্জে রনি সিটিতে শাহজাহান মিয়ার ভাড়াটিয়া বাসায় নিয়ে আটকে রাখে সততা ও মাইশাকে পরবর্তীতে তাদের মুক্তি পন হিসেবে ৫,০০,০০০/- টাকা দাবী করে। এই বিষয় সততার বাবা পারিবারিক ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক সহোযোগিতা চাইলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সিদ্ধিরগঞ্জ রনি সিটিতে অভিযান পরিচালনা করে ০৩ অপহরণকারীকে গ্রেফতার সহ ভিকটিমদের উদ্ধার করে থানা হাজতে নিয়ে যায়। এবং ভিকটিমদের জিজ্ঞেসা বাদে জানাযায় ০৩ নং বিবাদীর পরমর্শে ১নং বিবাদী ভিক্টিম মাইশা (১২) কে জোর পূর্বক ধর্ষণ করে। সিদ্ধিরগঞ্জ থানা ওসি গোলাম মোস্তফা জানান অপহরনকারী ০৩ জনকে আমরা আটক করেছি ও ভিকটিমদের উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি। গ্রেফতার কৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon