রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
 

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

JK0007
প্রকাশ: ৭ জুলাই ২০২৩

---

মোঃ মিনহাজ আলম ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বৃহস্পতিবার দিবসটি পালনে আ’লীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে জেলা পরিষদ ডাক বাংলোয় অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতীতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আ’লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। বাংলাদেশ যুব মহিলা লীগ জেলা শাখার আয়োজনে জেলা আ’লীগ কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর নাজিরা আক্তার স্বপ্নার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার মোল্লাহ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা তারা প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় যুব মহিলা লীগের বিভিন্ন স্তরের নেতা, কর্মী, সমর্থকসহ সংগঠনের পৌর শাখা, সদর উপজেলা শাখা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতা-কর্মীগণ অংশ নেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon