শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
 

১১০০ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

JK0007
প্রকাশ: ৯ জুলাই ২০২৩

---


সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)  প্রতিনিধি:


নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  ০৯ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ ভোরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মাছিমপুর কান্দিকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হাজী ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগীর ফার্মের ভিতর হতে ১১০০ (এক হাজার একশত) বোতল ফেনসিডিলসহ ১। মোঃ ফাহিম (২৪), পিতা- মোঃ ফায়েজ উদ্দিন, সাং- মাছিমপুর, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ২। মোঃ এমদাদুল হক (২৮), পিতা- মোঃ লোকমান হাকিম, সাং- মাসাব, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এর ০২ জন মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।

---

গ্রেফতারকৃত আসামী মোঃ ফাহিম (২৪) এবং মোঃ এমদাদুল হক (২৮) আর্থিক লাভবানের উদ্দেশ্যে দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর নজর ফাকি দিয়ে নারায়ণগঞ্জ জেলা সহ বিভিন্ন স্থানে মাদক সরবরাহ আসছে গ্রেফতারকৃত ০২ আসামি  পেশাদার মাদক ব্যবসায়ী। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon