সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছিল যে, নওগাঁ জেলা হইতে চুরি করা মোটরসাইকেল নওগাঁর বিভিন্নস্থানে কম মূলে বিক্রয় করে আসছিল একটি চক্র। অপরাধ নির্মূল করার লক্ষ্যে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক মহোদয়ের দিক নির্দেশনায় ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ মোটরসাইকেল চুরি এবং বিক্রয়কারীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রাখে।
অতিরিক্ত পুলিশ সুপার জনাব গাজিউর রহমান পিপিএম এর পরিকল্পনায় জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ সমগ্র জেলা ব্যাপী অভিযান কার্যক্রম পরিচালনা কালে নওগাঁ পৌরসভার দয়ালের মোড় কাঁচা বাজার এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় এর গোপন সংবাদ পেয়ে গত ১০/০৭/২০২৩ খ্রিঃ তারিখ রাত্রি ০২.০৫ ঘটিকায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ হাশমত আলীর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ মামুনুর রশিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ দয়ালের মোড়স্থ কাঁচা বাজারের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে ০১। এসএম গোলাম রাব্বানী @ লাল চাঁন (৩৫), পিতা-মৃত মেহের আলী, সাং-খাস নওগাঁ (চক ইলাম),০২।মোঃ রবিউল আওয়াল (২৩),পিতা-মোঃ রাজু মিয়া, সাং-চক মুক্তার, উভয় থানা-নওগাঁ সদর, জেলা-নওগাঁদ্বয়কে ধৃত করে তাদের হেফাজত হইতে ০২(দুই)টি চোরাই মোটরসাইকেল জব্দ করেন। আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করে তাদের দেয়া তথ্য মতে উক্ত টিম পার নওগাঁ শান্তিনগর এলাকার মোঃ ফজলু মিয়ার ছেলে মোঃ নাহিদ হাসান (২৫)কে ধৃত করে। উক্ত সময়ে মোঃ নাহিদ হাসান (২৫)এর হেফাজতে থাকা আরো ০২(দুই)টি মোটরসাইকেল জব্দ করেন। আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মতে দুপুর পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন স্থানে তাদের হেফাজতে থাকা ও বন্ধক রাখা আরো ০২(দুই)টি মোটরসাইকেল উদ্ধার করেন।
উল্লেখিত অভিযানে মোট ০৬ (ছয়) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয় এবং ০৩ (তিন) জন আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেল গুলোর মধ্যে ০২টি Platina 100 cc, ০১টি Discover 100 cc, ০১টি Bajaj CT-100, ০১টি SUZUKI HAYATE এবং ০১টি Hero HF-DELUXE মোটর সাইকেল। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আসামীদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য