বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
 

ঠাকুরগাঁও হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে জয়ী হবিবর রহমান চৌধুরী

JK0007
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩

---
মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: হরিপুর উপজেলা আমগাঁও ইউনিয়ন পরিষদ ইউপি উপ-নির্বাচনে ৬ হাজার ৬শ ৩৩ টি ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা প্রতীকে জয় লাভ করেন মোহাম্মদ হবিবুর রহমান চৌধুরী।
আরেক স্বতন্ত্র প্রার্থী আলমগীর চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করে ভোট পেয়েছে ৫ হাজার ৮শ ৭০টি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। অপর দিকে আওয়ামী লীগ প্রতীক নৌকা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বী করে উমাকান্ত ভৌমিক তিনি ভোট পেয়েছেন ৪ হাজার ২শ ৭৭টি। আরেক স্বতন্ত্র প্রার্থী অটো রিক্সা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করেন এস এম মনোয়ার হোসেন তিনি ভোট পেয়েছে ৩২টি।

আজ সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
তবে বেলা সাড়ে ১১টার দিকে আমগাঁও ইউনিয়নের জাদুরানী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে স্লোগানকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী উমাকান্ত ভৌমিকের সমর্থক ও চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ আলমগীরের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ধস্তাধস্তির ঘটনা ঘটে। সে সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদেরকে বাধা দেয়া হয়। পরে পুলিশ দুই পক্ষকেই ছাত্র ভঙ্গ করে দেয়। এই কেন্দ্রের মোট ভোটার ৪ হাজার ৪৫৭ জন।

ভোটের মাঠে প্রশাসনের কর্মকর্তারা সর্বদা সজাগ ছিলেন। হরিপুরের আমগাঁও ইউনিয়ন পরিষদের মোট ভোটার সংখ্যা ২৪৩৮৮ জন। নারী ভোটার সংখ্যা ১১৮৫৭ ও পুরুষ ভোটার সংখ্যা ১১৫৩১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১টি। এই ইউনিয়নের জনপ্রনিধি অসুস্থতাজনিত কারনে মৃত্যুবরণ করলে পদটি শুণ্য হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon