গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গাছের চারা রোপণ ও বিতরন কর্মসূচী পালন করা হয়েছে।আজ দুপুরে উপজেলার বালাডাঙ্গা ইম্পাউন্ডিং ওয়াটার রিজার্ভার প্রাঙ্গনে কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি আম গাছের চারা রোপণ করা হয়।
পরে প্রায় চার শতাধিক লেবু, আম ও নারকেল গাছের চারা বিতরণ করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১ ইঞ্চি জমি যেন খালি না থাকে সে লক্ষে কাজ করে যাচ্ছে কৃষি বিজ্ঞানীরা। বর্তমানে গাছ কর্তণ ও বনভূমি ধ্বংসের জন্য বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর মনোরম এবং অক্সিজেন যুক্ত পরিবেশ ও পৃথিবী উপহার দিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি।
এ অনুষ্ঠানে গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের সিএসও ও প্রকল্প পরিচালক ড. এমএম কামরুজ্জামান, টুঙ্গিপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, অতিরিক্ত প্রকৌশলী ইমরান হোসেন, কাউন্সিলর আলমগীর হোসেন, চাঁন মিয়া, কেরামত মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য