বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
 

টুঙ্গিপাড়ায় কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩

---

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গাছের চারা রোপণ ও বিতরন কর্মসূচী পালন করা হয়েছে।আজ দুপুরে উপজেলার বালাডাঙ্গা ইম্পাউন্ডিং ওয়াটার রিজার্ভার প্রাঙ্গনে কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি আম গাছের চারা রোপণ করা হয়।
পরে প্রায় চার শতাধিক লেবু, আম ও নারকেল গাছের চারা বিতরণ করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১ ইঞ্চি জমি যেন খালি না থাকে সে লক্ষে কাজ করে যাচ্ছে কৃষি বিজ্ঞানীরা। বর্তমানে গাছ কর্তণ ও বনভূমি ধ্বংসের জন্য বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। যার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর মনোরম এবং অক্সিজেন যুক্ত পরিবেশ ও পৃথিবী উপহার দিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি।
এ অনুষ্ঠানে গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্রের সিএসও ও প্রকল্প পরিচালক ড. এমএম কামরুজ্জামান, টুঙ্গিপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, অতিরিক্ত প্রকৌশলী ইমরান হোসেন, কাউন্সিলর আলমগীর হোসেন, চাঁন মিয়া, কেরামত মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon