—বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থী কল্যাণ পরিচালক নিয়োগ পেয়েছেন ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ রিয়াজুল ইসলাম।
গতকাল মঙ্গলবার (১৮জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদারের স্বাক্ষরিত অফিস আদেশ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী কল্যাণ পরিচালক নিয়োগের তথ্য জানা যায়।
এর আগে অধ্যাপক ড. মোহাম্মদ আলী শিক্ষার্থী কল্যাণ পরিচালক পদ হতে অব্যাহতির আবেদন করেন। তারই প্রেক্ষিতে গত ৫ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭৭তম সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর প্রথম সংবিধির ১৬(১) অনুচ্ছেদ মোতাবেক ড. মোঃ রিয়াজুল ইসলাম-কে পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) হিসেবে ২ বছর মেয়াদে নিয়োগ প্রদান করা।
মোহাম্মদ আলী স্যারকে পদত্যাগের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি জানান
মূলত কয়েকটি কারনে পদত্যাগ করছি এর প্রথমটি হলো অনেক গুলো দায়িত্ব একসঙ্গে পালন করা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, এরপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণের যে কার্যকরীতা বুটেক্সে এটা নাই।
মন্তব্য