শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
 

সিদ্ধিরগঞ্জে নারীসহ ০৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

JK0007
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩

---

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)  প্রতিনিধিঃ


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী নারী সহ ০৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলো মো. হারেস (২৬), সানজিদা বেগম (২৪) ও নূর মোহাম্মদ (৩৯)। পেটের ভেতর করে ৫ হাজার ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট পাচারের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এবং তাদের কাছ থেকে পাসপোর্ট, ০৩ টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করেছে র‍্যাব।


১৯ (জুলাই) বুধবার বিকেলে র‌্যাব-১১’র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।


র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, বিশেষ কৌশলে তাদের পেটের ভেতরে মাদকদ্রব্য ইয়াবা রয়েছে। পরবর্তীতে তদেরকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নিয়ে ডাক্তারের মাধ্যমে পায়ুপথ দিয়ে পেটের ভেতর থেকে ১০২টি সাদা পলিথিনের প্যাকেটের ভেতরে মোট ৫ হাজার ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত আসামীরা আরও জানায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা একে অপরের  যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নারায়াণগঞ্জ জেলা সহ  ঢাকার আশপাশ এলাকায় মাদক বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon