সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
 

বশেমুরবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান ড. মোহাম্মদ আনিসুর রহমান

JK0007
প্রকাশ: ১৯ জুলাই ২০২৩

 ---

ফজলে রাব্বি,বশেমুরবিপ্রবিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সামজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুর রহমান। তিনি বিভাগের বর্তমান চেয়ারম্যান জনাব আবুল কালাম-এর স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার (১৮ জুলাই) ,বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের অনুমোদনক্রমে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ২৫(৩) ধারায় তিন বছরের জন্যে সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুর রহমান কে এ নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগ তাঁর  যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, বিভাগে কোন অধ্যাপক/সহযোগী অধ্যাপক নিয়োগ হলে অত্র বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণীত আইন ২০০১ মোতাবেক তাদের মধ্য থেকে জ্যেষ্ঠতম ব্যক্তি বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হবেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon