শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
 

১০ বছরের শিশু গৃহকর্মীকে ধর্ষণের মামলায় ইউনুস গ্রেফতার।

JK0007
প্রকাশ: ২০ জুলাই ২০২৩

---


সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ


নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি বৃষ্টিধারা এলাকা থেকে ১০ বছর বয়সী শিশু গৃহকর্মীকে ধর্ষণ মামলায় ইউনুস (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।


এঘটনায় ভিকটিমের মা সিদ্ধিরগঞ্জ থানায় একটি  ধর্ষণ মামলা করেন পরবর্তীতে মামলার প্রেক্ষিতে   ইউনুসকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। মামলায় উল্লেখ করা হয়েছে, বাদীর মেয়ে জালকুড়ি বৃষ্টিধারা এলাকার ছায়ানীড় নামক ১১৯ নম্বর বাড়ীর মালিক মৃত ইদন মিয়ার স্ত্রী বিধবা শাহানা আক্তার নিলুর (৬০) বাড়ীতে গৃহকর্মীর কাজ করে। ওই বাড়ীর পাশের চা দোকানদার হলো ইউনুস ভিকটিমকে ভুল বুঝিয়ে পানির সাথে চেতনা নাশক ঔষধ মিশিয়ে বিধবা নিলুকে পানি পান করিয়ে পরে তিনি ঘুমিয়ে পরলে সুযোগবুঝে ঘরে প্রবেশ করে ভিকটিমকে ভয়ভিত্তি দেখিয়ে ধর্ষণ করত ইউনুস।


গত ১৫ জুলাই রাতে ধর্ষণ করে ঘর থেকে বেড়িয়ে আসলেও দরজা লাগাতে ভুলে যায়। ভোর ৫ টায় নিলুর ঘুম ভাঙলে তিনি ডাইনিং রুমে এসে দেখেন ঘরের প্রবেশ দরজা খোলা। তখন তিনি ভিকটিমকে দরজা খোলা থাকার বিষয়ে জিজ্ঞাসা করলে ভিকটিম সবকিছু খোলে বলেন। এর আগে আরো কমপক্ষে ১৫ দিন ইউনুস রাতে ঘরে প্রবেশ করে বাড়ির খালি অন্য  রুমে নিয়ে বিভিন্ন ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেছে বলে জানান ভিক্টিম।


এঘটনা জানার পর বিধবা নিলু মোবাইল ফোনে ভিকটিমের মাকে দ্রুত তার বাড়ীতে আসতে বলেন। কিন্তু বাদী গাজীপুর জেলায় একটি পোশাক কারখানায় কাজ করায় ছুটি নিতে দুুদিন দেরি হয়।

তাই তিনি ১৮ জুলাই বিকেলে এসে নিলুর কাছ থেকে সব কথা শোনেন। মেয়েও ঘটনার সত্যতা স্বীকার করলে বিকেলে থানায় গিয়ে লিখিত অভিযোগ করলে পুলিশ মামলা রুজু করেন।


এ বিষয় সিদ্ধিরঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান ভিক্টিমের স্বীকারোক্তি ও তার মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করে ধর্ষণ মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে আর ডাক্তারি পরিক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon