শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
 

চাঁপাইনবাবগঞ্জ কিশোর গ্যাং এর ৪ সদস্য গ্রেফতার

JK0007
প্রকাশ: ২৩ জুলাই ২০২৩

---

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহী এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক ২৩ জুলাই ২০২৩ তারিখ রাত্রী আনুমানিক ১:৩০ ঘটিকায় চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বাররশিয়া গ্রামস্থ জনৈক বেলাল উদ্দিন,পিতা- মৃত মোজরাইল ইসলাম এর বাড়ির সামনে শিবগঞ্জ হইতে মনাকষাগামী পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে আলামত (ক) স্টিলের হাতল যুক্ত চাইনিজ কুড়াল-০১টি (খ) অতিরিক্ত ০১টি স্টিলের হাতল (গ) প্লাস্টিকের বাটযুক্ত ০১টি ছোট কাঁচি, (ঘ) কাগজে মোড়ানো গাঁজা ০৪ পুরিয়া ওজন ০৪ গ্রাম, (ঙ) গাঁজা সেবনের কলকি-০১ (এক)টি,(চ) গ্যাস লাইটার-০১(এক)টি সহ ০৪ জন আসামী ১। মোঃ ফাইজুর রহমান নাদিম (২০),পিতা- মোঃ জামাল উদ্দিন,মাতা-ফিরোজা বেগম,সাং-গঙ্গারামপুর, ২। মোঃ রনি আহম্মেদ (১৯),পিতা-আব্দুস সালাম,মাতা-মোছাঃ শেফালি বেগম, ৩। মোঃ মিমতিয়াজ (১৯),পিতা- মোঃ ইউসুফ আলী , মাতা-মোছাঃ মিলি বেগম,উভয় সাং- পারকালুপুর, ৪। মোঃ শিমুল ওরফে রাজু (২৪),পিতা- মোঃ ইদু আলী, মাতা- শেফালী বেগম, সাং- একবরপুর জব্বার বিশ্বাসটোলা,সর্বথানা-শিবগঞ্জ,জেলা- চাঁপাইনবাবগঞ্জ দেরকে গ্রেফতার করা হয়।

এ সমস্ত ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে অত্র র‌্যাব ক্যাম্প সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন মহল থেকে অভিযোগের ভিত্তিতে অভিযান চলমান থাকবে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে। র‌্যাব-৫ এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon