সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
 

দীর্ঘ ৮ বছর পর বুটেক্সে কর্মকর্তা সমিতি নির্বাচন

JK0007
প্রকাশ: ২৫ জুলাই ২০২৩

---

—বুটেক্স প্রতিনিধি


বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে(বুটেক্স) এ দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কর্মকর্তা সমিতি নির্বাচন। আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিরাজ করছে আগ্রহ, আনন্দ ও সাজসাজ রব।


কর্মক্ষেত্রে পেশাগত অধিকার, আত্মমর্যাদা রক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে অংশগ্রহণের পাশাপাশি কর্মকর্তাদের স্বার্থ ও চাহিদা উপস্থাপনের প্লাটফর্ম হিসেবে কাজ করে সমিতিটি। এতদিন সমিতির সাংগঠনিক পদগুলো সাধারণভাবে ঘোষণা করা হলেও এই প্রথমবারের মতোই অনুষ্ঠিত হতে যাচ্ছে কর্মকর্তা সমিতি নির্বাচন। উক্ত নির্বাচনে অংশ নিচ্ছে দুইটি প্যানেল।


নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ‘বুটেক্স স্বাধীনতা কর্মকর্তা পরিষদ’ প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে প্রতিদ্বন্দিতা করবেন যথাক্রমে কাবেরী মজুমদার ও বিল্লাল হোসেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ‘কর্মকর্তা পরিষদ’ প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে প্রতিদ্বন্দিতা করবেন যথাক্রমে মুহাম্মদ শরীফুর রহমান ও মীর মো: আমিনুল ইকরাম। এছাড়া সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাহাঙ্গীর হোসেন।


সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর ও প্রচার সম্পাদক, সমাজ কল্যাণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এর জন্যে একটি করে মোট ৮টি ও কার্যনির্বাহী সদস্য এর জন্য ৩টি পদ মিলিয়ে সর্বমোট ১১টি পদের জন্যে দুই প্যানেল থেকে প্রতিদ্বন্দিতা করবেন মোট ২৩ জন।


এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আছেন স্বপন কুমার মন্ডল (সহকারী পরিচালক, শারীরিক শিক্ষা বিভাগ) এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন মো: ওমর ফারুক ভূইঞা (টেকনিকাল অফিসার)। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এই নির্বাচনে অংশ নিবেন মোট ৮০ জন ভোটার এবং ভোটারদের সকলেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা।


কাবেরি-বিল্লাল ঘোষিত পরিষদের সভাপতি পদপ্রার্থী কাবেরী মজুমদার বলেন, আমরা চাই সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে যারাই আসুক তারা আগামী ২ বছরের জন্য কর্মকর্তাদের উন্নয়নে কাজ করে যাবে।


শরীফ-ইকরাম ঘোষিত পরিষদের সভাপতি মো. পদপ্রার্থী শরীফুর রহমান বলেন, ‘আমাদের উপাচার্য স্যার কর্মকর্তাদের সাথে এক বৈঠকে বলেন মুক্তিযুদ্ধের অন্যতম নিদর্শন গণতন্ত্র, আমি চাই সুষ্ঠু গণতান্ত্রিক উপায়ে একটি প্যানেল নির্বাচিত হোক, যারা কর্মকর্তাদের কল্যাণে কাজ করে যাবে।’ স্যারের এই বক্তব্যে আমি উদ্ভুদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই নির্বাচিত হোক কর্মকর্তাদের কল্যাণে কাজ করে যাবে।


প্রধান নির্বাচন কমিশনার স্বপন কুমার মণ্ডল বলেন, ‘এই নির্বাচনকে কেন্দ্র করে সকলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে এবং যথাযথ ভাবগাম্ভীর্য বজায় রেখে সৌহার্দপূর্ণ পরিবেশে আগামী ২৭ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।’

উল্লেখ্য, পূর্ববর্তী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন রেজাউল হক(পরীক্ষা নিয়ন্ত্রক) এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন ফজলুল হক। তারও পূর্বে আহবায়ক কমিটির সভাপতি ছিলেন মো: কামরুজ্জামান। সর্বপ্রথম ঘোষিত গঠনতন্ত্রের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন কাবেরী মজুমদার।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon