বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
 

নির্মাণাধীন ভবনে এইডিসের লার্ভা, তিনজনের জেল-জরিমানা

JK0007
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩

---

ফরিদপুর জেলা প্রতিনিধি-


ফরিদপুরের বিভিন্ন নির্মাণাধীন ভবনে জমা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন সংশ্লিষ্ট দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান শহরের ঝিলটুলি ও নিলটুলি এলাকার নির্মাণাধীন ভবনে এ অভিযান পরিচালনা করেন।


এ সময় নির্মাণাধীন ভবনের বিভিন্নস্থানে পানি জমে ও ময়লা আবর্জনাযুক্ত পানিতে এডিস মশার লার্ভার উপস্থিতি থাকার প্রমাণ মেলে। এ অভিযোগে ভবন মালিক হেলাল চৌধুরীকে পাঁচদিন ও কেয়ারটেকার রুবেল হোসেনকে চারদিনের কারাদণ্ড এবং কেয়ারটেকার মোতাহার হোসেনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন আদালত।


ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্তদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। ক্ষতিকর এই মশার বিস্তার ঠেকাতে এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon