শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
 

হেরোইনসহ ভাইস চেয়ারম্যানের ছেলে আটক

JK0007
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩

---

ফরিদপুর জেলা প্রতিনিধি-


ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুলি বেগমের ছেলে মো. মানিক মিয়াকে (২৩) হেরোইনসহ আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।


মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মানিকদহ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদক কারবারির সঙ্গে জড়িত বলেও অভিযোগ আছে।


জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জাগো নিউজকে বলেন, আটক মানিক মিয়ার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


ছেলে আটকের বিষয়ে ভাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুলি বেগমের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon