মুবিন বিন সোলাইমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তুচ্ছ ঘটনার রেশ ধরে জামাতার লাঠির আঘাতে শ্বশুর দানু মিয়া মিস্ত্রি (৫৫) খুন হওয়ার অভিযোগ উঠেছে।
২৫ জুলাই (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শিয়ালবুক্কা এলাকায় নিহতের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালবুক্কা গ্রামে নিহত দানু মিয়ার বসতঘরের কাছেই আবদুল গণির ছেলে মো. আলমগীরের (৩২) সাথে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। সোমবার রাত ৯ টার দিকে জামাতা মো. আলমগীর ও শ্বশুর দানু মিয়ার সাথে পারিবারিক বিষয় নিয়ে তর্কবিতর্ক চলছিল। এক পর্যায়ে শ্বশুর দানুকে জামাতা আলমগীর হাতের কাছে থাকা লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এই ঘটনায় রাসেল নামে নিহতের এক সন্তানও গুরুতর আহত বলে জানা যায়।
এ বিষয়ে নিহতের প্রথম স্ত্রীর সন্তান মো. হেলাল বলেন, তার বাবার লাশ ময়নাতদন্ত শেষে তিনিই বাদী হয়ে বোনের জামাইয়ের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করবেন।
এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জেনেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি খুন। ঘটনার বিষয় আরও তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলতে পারব। তবে পরিবারের কেউ এখনো মামলা করেনি।
মন্তব্য