রাকিব চৌধুরী,গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা, কেক কাটা, আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধা নিবেদন, আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা ও শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বঙ্গবন্ধুর সমাধি সৌধ থেকে বের উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজামুল হক পারভেজ, সাধারণ সম্পাদক প্রকৌশলী গাজী নুরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
মন্তব্য