বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
 

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ব্যবসায়ী আটক

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩

---
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি ডিগ্রী কলেজের সামনে রানীহাটি বাজার হতে চাঁপাইনবাবগঞ্জগামী পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ৩০ জুলাই ২০২৩ ইং তারিখ ১১:০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে

একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে (ক) বিদেশী পিস্তল-০১টি (খ) ম্যাগাজিন-০১টি (গ) গুলি-০৫ রাউন্ড সহ আসামী ১। মোঃ আতাউর রহমান @ আতারুল (৩০) পিতা-মোঃ মঞ্জুর রহমান, স্থায়ী সাং-উপর কানারহাট, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, এপি সাং-জামাদান্নি চাতরাপুকুর (মহাব্বতপুর), ইউপি-মাটিকাটা, থানা-গোদাগাড়ি, জেলা-রাজশাহীকে হাতেনাতে গ্রেফতার করে।
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র বহন করা সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্পের অপারেশন দল একটি অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃত আসামিকে রানিহাটি এলাকা থেকে একটি সিএনজিতে আটক করা হয়। পরে দেহতল্লাশি করে তার পরনের প্যান্টের বেল্টে একটি বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় আসামীর বর্তমান ঠিকানা গোদাগাড়ী, রাজশাহী হলেও বিগত এক মাস যাবত সে শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ বসবাস করছে। অবৈধ অস্ত্র সংগ্রহ করে আসামী সেটিকে সিএনজি যোগে শহরাঞ্চলে নিয়ে আসছিল।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। র‌্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon