বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাআবিঅফ’র নবনির্বাচিত সহ-সভাপতি ও যুগ্ম মহাসচিবের শ্রদ্ধা নিবেদন

ক্যাম্পাস
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩

---
আল জোবায়ের , নোবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের (বাআবিঅফ) নবগঠিত কমিটিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার তারেক মো. রাশেদ উদ্দিন সহ-সভাপতি এবং নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে আজ সোমবার (৩১ জুলাই) নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন ও বাআবিঅফ এর নবনির্বাচিত সহ-সভাপতি ও যুগ্ম মহাসচিব এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচিত সদস্যবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

সোমবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা নিয়ে নবনির্বাচিত সহ-সভাপতি ও যুগ্ম মহাসচিব নোবিপ্রবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দদের সাথে নিয়ে স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন পলাশ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাআবিঅফ এর নবনির্বাচিত সহ-সভাপতি ও যুগ্ম মহাসচিব, নোবিপ্রবির হিসাব পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান ও সহকারী রেজিস্ট্রার মো. ইবনে ওয়াজিদ ইমন।

এসময় তারেক মো. রাশেদ উদ্দিন বলেন, আজকের এই দিনে আমি স্বাধীন বাংলার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। জাতির পিতার আদর্শের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নোবিপ্রবির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ঐক্যবদ্ধ রয়েছে এবং জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

নব-নির্বাচিত যুগ্ম মহাসচিব সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, আগামীকাল থেকে শুরু শোকের মাস আগস্ট, তাই আজকের এই দিনে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বাআবিঅফ এর নব-নির্বাচিত সভাপতি মীর মো. মোর্শেদুর রহমান ও মহাসচিব মো. নজরুল ইসলাম হিরাসহ কেন্দ্রীয় কমিটির সকল সদস্যকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। একই সঙ্গে আমি এই সম্মান নোবিপ্রবির সকল কর্মকর্তাদের প্রতি উৎসর্গ করছি। কর্মকর্তা-কর্মচারীদের ৮ দফা দাবীসহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রতিটি ন্যায্য দাবী আদায়ে আমরা সচেষ্ট থাকবো।

এই সময় নোবিপ্রবি’র বর্তমান অবস্থা তুলে ধরে বক্তরা বলে- বিগত দু’মাস যাবৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ শূন্য রয়েছে। সাম্প্রতিক সময়ের তীক্ত অভিজ্ঞতার আলোকে বক্তরা বলেন বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের উত্থান এবং বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠান করা নিয়ে কর্তৃপক্ষের টালবাহানা সর্বোপরি সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে নজিরহীন স্থবিরতা- নোবিপ্রবি’র স্বাধীনতা স্বপক্ষের সদস্যদেরকে ব্যথিত করে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে কোন কর্মকান্ড সাম্প্রতিক সময়ের কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে ছোঁয়া লাগাতে সক্ষম হয়নি।

তাই সকল বক্তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উদাত্ত আহ্বান জানান, যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের, দেশ প্রেমিক এবং দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার সহযোদ্ধা, তারুণ্য দীপ্ত কোন শিক্ষাবিদকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

একই সঙ্গে নির্বাচিত ফেডারেশনের বর্তমান নেতৃবৃন্দকে কর্মকর্তাদের সকল ন্যায্য দাবী-দাওয়া পূরণ করার আহ্বান জানানো হয়। এসময় নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নব-নির্বাচিত সহ-সভাপতি ও যুগ্ম মহাসচিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon