মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ গত ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে বিএনপি ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী লীগের যৌথ আক্রমণ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে জনসমাবেশ করেছে। আজ সোমবার (৩১ জুলাই) বিকেলে জেলা বিএনপির আয়োজনে জেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশকে ঘিরে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে দুপুরের পর থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে উপস্থিত হন সমাবেশস্থলে।
জনসমাবেশে জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্ব বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো ইউনুস আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, মহিলাদলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু, ছাত্রদলের সভাপতি কায়েসহ সহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, কয়েক দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানসহ বহু নেতাকর্মীর ওপর হামলা হয়েছে। কেবল কৃষক দলেরই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে হবে। ঢাকায় ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী দ্বারা বাসে আগুন দিয়ে বিএনপির নামে মামলা দিয়েছে। বর্তমান সরকারের পদত্যাগে এক দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় যে কোনো ধরনের কর্মসূচি পালন করতে প্রস্তুত রয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।
মন্তব্য