সাপাহার নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকান্ডে এক প্রবাসীর বাড়ির একটি কক্ষ (ঘরের) মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার রাতে নওগাঁর রাণীনগর উপজেলার বিজয়কান্দী বড়বড়িয়া পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী শাহিন প্রামানিকের বাড়ি-ঘরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
প্রবাসীর বড় ভাই জলিল জানান, রাত আনুমানিক ৮টার দিকে প্রবাসী শাহিনের স্ত্রী সহ সন্তানরা সবাই বাড়ির বাহিরে ছিলো। এ সময় হটাৎ করে শাহিনের ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আমাদের খবর দেয়। ঐ সময় মুহুর্তের মধ্যেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন সহ স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে মাটির বাড়ির একটি কক্ষ এবং কক্ষের ভিতরে থাকা টিভি, ফ্রিজ, খাট, আলমারি, শোকেস, ডেসিন টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভস্মিভূত হয়ে যায়। এতে ঘরের মালিকের প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এব্যাপারে রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ছুটে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। বিদ্যুৎ লাইনের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলেই ধারনা করা হচ্ছে।
মন্তব্য