জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগে অধ্যায়নরত ১৬৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাদের সহযোগিতায় গঠিত যাকাত ও কল্যাণ তহবিল, (যাক তহবিল, জবিপ) এর আয়োজনে ৭ম বারের মতো শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।
আজ (২ আগস্ট) বুধবার বিশ্ববিদ্যালয়ের যাকাত ও কল্যাণ তহবিলের এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন যাক তহবিল, জবিপ এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম। সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদা আক্তার খানম এবং আলোচক হিসেবে ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান।
মন্তব্য