মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জোবায়দা রহমানের মামলার রায়ের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের জেলার বালিয়াডাঙ্গী উপজেলাতে বিএনপি’র বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা।
বুধবার (০২ আগস্ট) বিকালে বালিয়াডাঙ্গীর দলীয় কার্যালয় হতে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনের রাস্তায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন রকম সরকার বিরোধী স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আমরা এ ফরমায়েশী রায় মানিনা। সরকার বিরোধী দলকে নির্বাচন থেকে সরিয়ে রাখার জন্য এ রায় দিয়েছেন।
বক্তারা আরও বলেন, এ সরকার ২ মাসের মধ্যে ক্ষমতাচ্যুত হবে। সৈরাচার সরকার কখনও বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি এ সরকার ও হবেনা। জনগণ যেভাবে ফুঁসে উঠেছে তাতে এ সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। সরকার ও সরকারের মন্ত্রীরাও জানে তারা আর ক্ষমতায় থাকতে পারবেনা।
বালিয়াডাঙ্গী থানা পুলিশের এস আই সোবহান বলেন, বিক্ষোভ মিছিলের অনুমতি না থাকায় আমরা বাধা দিয়েছি।
এসময় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহবুবর রহমান, সহ-সভাপতি আইয়ুব আলী খান, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ সোবহান, সদস্য সচিব আবু সায়েদ, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম সহ দুওসুও ইউপি ছাত্রদলের সভাপতির লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য