বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
 

গাছ লাগান পরিবেশ বান্ধব দেশ গরুন, ফ্রেন্ডশিপ উইথ ট্রিস

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৫ আগস্ট ২০২৩

---

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ একটি গাছ একটি প্রান । দিনে দিনে সেই প্রাণের সংখ্যায় কমে যাচ্ছে। বেড়ে যাচ্ছে বায়ু দুষণ। তাই প্রান ও পরিবেশ বাচাতে প্রতি শুক্রবারের আয়োজন ফ্রেন্ডশিপ উইথ ট্রীস এর উদ্দ্যেগ নেয়া হয়েছে ।

পরিবেশের ভার্শাম্য রক্ষার্থে দুশন মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে । ছোট ছোট প্রশ্নের উত্তর দিতে পারলেই মিলবে পরিবেশ বান্ধব গাছ ।
আর এই সুন্দর আয়োজনটি পরিচালোনা করছেন চারজন ক্ষুদে শিশু। সিমিন বিন্তে ইকবাল ,নুসরাত জাহান রোজা,ইসরাত জাহান সহ ইয়ামিন আল ইকবাল।
উপহার পেয়ে খুশি এই উত্তর দাতা রা ।

এ বিষয়ে কথা হয় এডভোকেট জাহিদ ইকবাকের সাথে কথা হয় ,তিনি উৎসাহ দিয়ে সাধুবাদ জানান এই উদ্দ্যেগ টিকে।
গাছ লগান পরিবেশ বাচান এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজকের এই আয়োজন করা হয় । বেশি করে গাছ লাগান পরিবেশের সাথে সাথে প্রান বাঁচান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon