বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
 

মাদারিপুরের ডাসারে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৫ আগস্ট ২০২৩

---

কাজী নাফিস ফুয়াদ, ডাসার (মাদারিপুর)প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ট্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন উপলক্ষে ডাসার উপজেলা প্রশাসন উদ্যোগ আয়োজিত ৫ আগষ্ট শনিবার সকালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।

বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা পুরস্কার বিতরণের মধ্যে দিয়েই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয় । এসময় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ,সঞ্চালনায় ছিলেন, জাহাঙ্গীর আলম সহকারী শিক্ষা অফিসার,

এতে উপস্থিত বক্তব্য রাখেন,ডাসার থানা অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান,ও,সরকারী শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা,ডি কে আইডিয়াল আতাহার আলী স্কুল এন্ড কলেজের রসায়ন বিভাগের শিক্ষক সুমন্ত কুমার হালদার, শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভ আনন্দ বাড়ৈ, বীরমুক্তিযোদ্ধা আঃ হাকিম তালুকদার, আবুল কাশেম হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখেন,ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান হাওলাদার,সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বক্তব্যে বলেন,মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর সাথে এডিসি হিসাবে দেশকে শক্রমুক্ত করতে কাজ করেছেন। তাই তাঁর অবদান ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে না।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon