মো আরাফাত ছিদ্দিকী:
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় এক কিশোরের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাসচালকসহ অন্য দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। পরে চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে আরেক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন ২ নম্বর মাইলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবহৃত ১০ নম্বর রুটের বাসটিও জব্দ করে পুলিশ।
গ্রেফতাররা হলেন, কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন দলপাড়া গ্রামের মো. মবিনের ছেলে বাসচালক মো. মফিজ (১৯), কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন মগনামা সাধ্যপাড়া গ্রামের মো. রহিম উল্ল্যার ছেলে মো. মাহাদুল করিম (২০), ভোলা জেলার লালমোহন থানাধীন রমাগঞ্জ গ্রামের মো. আলমের ছেলে মো. রাকিব ওরফে মেহেদী (১৯), চট্টগ্রামের হাটহাজারী থানাধীন ফতেয়য়াবাদ ঠান্ডাছড়ি গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. সাইদুল ইসলাম জিসান (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ১৭ বছর বয়সী কিশোর আল মামুন পার্বত্য রাঙ্গামাটি এলাকার বাসিন্দা। আল মামুনের ভগ্নিপতি দেলোয়ার হোসেন চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। দেলোয়ার পরিবার নিয়ে বন্দর থানাধীন ২ নম্বর মাইলের মাথা কমিশনার গলিতে ভাড়া বাসায় থাকেন।
শনিবার রাঙ্গামাটি থেকে বোনের বাসায় বেড়াতে আসছিলেন আল মামুন। রাঙ্গামাটি থেকে চট্টগ্রামে এসে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ষোলশহর ২ নম্বর গেট থেকে ১০ নম্বর বাসে উঠেন। বাসটি ২ নম্বর মাইলের মাথায় গেলে আল মামুনকে নামিয়ে না দিয়ে কাঠগড় নিয়ে যান। পরে কাঠগড় থেকে ফেরার পথে ২ নম্বর মাইলের মাথায় আসার আগেই রাত সাড়ে ৮টার দিকে চালকের সহযোগী ছিনতাইকারীরা আল মামুনের মোবাইলটি ছিনিয়ে নেয় এবং ছিনতাইকারী মেহেদী মোবাইলটি নিয়ে বাস থেকে নেমে যায়।
এসময় আল মামুন ও বাসে থাকা কয়েকজন নারী যাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন বাসচালক ও অন্য দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় পুলিশ তড়িৎ অভিযান চালিয়ে চান্দগাঁও এলাকা থেকে ছিনতাইকারী মেহেদীকে গ্রেফতার করে। এসময় ছিনিয়ে নেওয়া মোবাইলটি উদ্ধার করে পুলিশ।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ২ নম্বর মাইলের মাথা এলাকায় মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত তিন ছিনতাইকারী ও তাদের সহযোগী বাস চালককেও গ্রেফতার করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা নিয়ে চারজনকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।
মন্তব্য