চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ-এর আয়োজনে ১০ আগস্ট ২০২৩ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩য় ও ৪র্থ কিস্তিতে পৌর এলাকার ৩৪ জন উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে ১৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। উপকারভোগীগণ ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত যাদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়। ৩য় ও ৪র্থ কিস্তিতে জেলার ৫ টি উপজেলায় ১৯৩ জনকে ৫০ হাজার করে মোট ৯৬ লক্ষ ৫০ হাজার টাকার চেক করা হচ্ছে।
এর আগে ১ম ও ২য় কিস্তিতে পৌর ১৮৩ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা মোট ৯১ লক্ষ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছিল।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন চাঁপাইনবাবগঞ্জের মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন ও সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মন্তব্য