বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
 

ডেঙ্গু সচেতনতায় জবিতে নানা কর্মসূচি

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩

---
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাব ও নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ, ডেঙ্গু মশা নিধন-সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পাস পরিষ্কারকরণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ ১৩ আগস্ট (রবিবার) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এ সময় সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১০ টি বৃক্ষরোপণ, ডেঙ্গু মশা নিধন স্পে ব্যাবহার, সচেতনতা বৃদ্ধিতে র‌্যালি সহ ক্যাম্পাস প্রাঙ্গণে পড়ে থাকা বিভিন্ন প্লাস্টিক, কাগজ, ময়লা ইত্যাদি বস্তু অপসারণ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon