জবি প্রতিনিধি: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা সহ নানা কর্মসূচি ঘোষণা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ১৪ই আগস্ট সোমবার বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় ১৫ই আগস্ট মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জাতীয় পতাকা (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাচ ধারন করা হবে।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম রুমে আলোচনা সভার আয়োজন করা হবে।
বাদ জোহর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ১৫ই আগস্ট শহীদ হওয়া সকলের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম , দোয়া মাহফিল ও তোবারক বিতারন করা হবে। উক্ত কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোঃ ইমদাদুল হক নির্দেশ দেন।
মন্তব্য