বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
 

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩

---

রূপগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ ইউনিয়ন ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল শোক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৪ই আগস্ট বিকাল ৪.৩০ মিনিট সময় রুপগঞ্জ ইউনিয়ন ১ নং ওয়ার্ড এর গণমানুষের প্রাণপ্রিয় নেতা এবং সফল মেম্বার, যুবলীগ নেতা, রুপগঞ্জ ইউনিয়ন আওয়ামী যুবলীগ, মোঃ আলমগীর হোসেন নেতৃত্বে এবং সোহেল প্রধান, সাধারণ সম্পাদক , রূপগঞ্জ ইউনিয়ন তাঁতি লীগ এর উদ্যোগে বাড়িয়াছনি ১০০ ফিট এলাকা থেকে এই শোক র‍্যালিটি বের হয়। যা পূর্ব ঘোষিত ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজ এর মাঠ প্রাঙ্গনে এসে সমবেত হয়।

রূপগঞ্জ ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মীদের র‍্যালি মূল ফটকে এসে একসাথে যোগদান করে এবং বিশাল আকার ধারণ করে।

রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত শোক সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা এখনোও দেশ বিরোধিতা নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং বাঙালি জাতির মুক্তির জন্য ১৪ বছর কারাবরণ করেছিলেন বঙ্গবন্ধু। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এক এর পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরো আগেই একটি উন্নত দেশে পরিণত হতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী এর উপলক্ষে এসব কথা বলেন। জনাব গোলাম দোস্তগীর গাজী (বীর প্রতীক) এম.পি, মাননীয় মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক, অন্যদের মাঝে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সালাউদ্দিন ভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মাহবুবুর রহমান মেহের, নারায়ণগঞ্জ জেলা সদস্য ও কার্যকরি সদস্য রুপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আনছর আলী, গুলাকান্দার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম এ মোমেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন,ইউসুফগঞ্জ স্কুল এন্ড কলেজের সভাপতি দ্বীন মোহাম্মদ দিলু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন,মোমেন মোল্লা, রুপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাহমাতুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আহমেদ,রুপগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কালাম সরকার, রূপগঞ্জ সদর ইউনিয়নের মহিলা লীগের সাধারণ সম্পাদক লাকি আক্তার,১নং ওর্য়াড সভাপতি মুরাদ হোসেন, প্রমুখ পরে মিলাদ মাহফিল ও দোয়া শেষে রান্না করা খাবার সকলের মাঝে বিতরণ করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon