চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতা বিরোধী ও পাকিস্তানের দালালেরা নির্মমভাবে সপরিবারে হত্যা করে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
আজ সকাল ৮.০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন তাঁর কর্মকর্তাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। একইসাথে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহিদের আত্মার শান্তি কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করেন।
এরপর সকাল ১০:০০ টায় কালেক্টরেট চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, শ্রুতি নাটক প্রদর্শন ও খালি গলায় গান পরিবেশন অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফেরদৌসী ইসলাম জেসি, মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন-৩৮ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ছাইদুল হাসান, পিপিএম-সেবা, সম্মানিত পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, চেয়ারম্যান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ, জনাব দেবেন্দ্রনাথ উরাঁও, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জ, জনাব মোঃ আফাজ উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ, প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ; বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মন্তব্য