শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
 

১৫ আগস্ট ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩

---
আজ ১৫ আগস্ট ২০২৩ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।

শোক দিবস অনুষ্ঠানের শুরুতে অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামানের নেতৃত্বে অধিদপ্তরের পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিগণ নিয়ে সকাল ১০.০০ টায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উল্লেখ্য, সকাল ১১.০০ টায় বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন প্রতিটি দপ্তরের পক্ষ থেকে টিসিবি ভবনের নিচতলায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বর্ণিত পুষ্পস্তবক অর্পণ কার্যক্রমেও অংশগ্রহণ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে অধিদপ্তরের পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও ঢাকা জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিগণ নিয়ে টিসিবি ভবনের নিচতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অতঃপর বাণিজ্য মন্ত্রণালয় ও তার আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে টিসিবি ভবন অডিটোরিয়ামে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে অধিদপ্তরের কর্মকর্তা-করমচারীগণ।

আতিয়া সুলতানা
উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার)
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon