বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
 

১৫ আগস্টের হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের

JK0007
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩

---

গত মঙ্গলবার (১৫ আগষ্ট) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে আজ বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বিবৃতি প্রদান করা হয়। এতে থানায় অভিযোগ দায়ের করার বিষয়টি জানা যায়। পাশাপাশি দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদার স্বাক্ষরিত এ বিবৃতিতে আরো জানানো হয়, পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করেছে যে দ্রুততম সময়ের মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। হামলাকারীদের ধরতে ইতিমধ্যে পুলিশ মাঠে নেমেছে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করেছেন।

শোকাবহ আগস্ট মাসে উদ্ভূত এই পরিস্থিতিতে অনাকাঙ্খিত যে কোনো পরিস্থিতি এড়িয়ে চলতে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থীদের ধৈর্য্য ও সহিঞ্চুতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাস এবং পরীক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বানও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান।

উল্লেখ্য, গতকালের উদ্ভূত ঘটনার পর আবাসিক হল এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বুটেক্স প্রশাসন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উত্তর ফটকের রাস্তা দিয়ে শিক্ষার্থীদের অবাধে চলাচলে যেন কোনো বিঘ্ন সৃষ্টি না হয় সে বিষয়ে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon