নোবিপ্রবি প্রতিনিধি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় মেয়াদে নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎকার সম্পন্ন হয়। এ সময় ইউজিসি চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান নোবিপ্রবি উপাচার্য।
সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ও আইআইএস পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান।
সাক্ষাৎকালে উপাচার্য নোবিপ্রবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম বিষয়ে ইউজিসির চেয়ারম্যানকে অবহিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উচ্চশিক্ষা কার্যক্রম ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহযোগিতা চান নোবিপ্রবি উপাচার্য।
মন্তব্য