ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কারিকর ডাংগী গ্রামের ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলছে যানবাহন যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সরবান্দিয়া ছনের মসজিদ হইতে সদরপুর বর্ডার রাস্তার মাঝখানে কারিকর ডাংগী নামক স্থানে প্রধান সড়কের আরসিসি ব্রীজের মাঝখানে ভেঙ্গে ফাঁকা হয়ে রয়েছে। কয়েক বছর ধরে এ অবস্তা থাকলেও দেখার যেন কেউ নেই। অথচ প্রানের ঝুঁকি নিয়ে ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত চলছে ট্রাক, ভ্যান, সিএনজি, চার্জার সহ বিভিন্ন যানবাহন।
স্থানীয়রা জানায় কিছুদিন আগে ব্রিজে ২ জন মটর সাইকেল আরোহী ফাঁকে চাকা পরে গিয়ে গুরুতর আহত হয়। বর্তমান ৫/৬ মাস ধরে এ অবস্থায় রয়েছে যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ ব্যাপারে চরভদ্রাসনের উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন (বাঁধন)বলেন, এর আগে ভাঙ্গা অংশটুকু রড দিয়ে ঢালাই করে মেরামত করা হয়েছিল। এখন আবার ভেঙে পূর্বের অবস্থায় ফিরে গেছে জরুরী ভিত্তিতে এখানে একটি নতুন ব্রিজ স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য