শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
 

বাংলাদেশে খুনিদের রাজত্ব আর চলবে না: প্রধানমন্ত্রী

কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা
প্রকাশ: ২১ আগস্ট ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা, ২১ আগস্টছবি: পিআইডি
২১ আগস্ট গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী উপলক্ষে আজ সোমবার আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যেখানে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা চালিয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালানো হয়, সেখানেই সেদিনের স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে।

’৭৫–এর ১৫ আগস্ট জাতির পিতাকে পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যা এবং ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে মানুষ হত্যায় জড়িত থাকায় জিয়া পরিবারকে ‘খুনি পরিবার’ হিসেবে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরেরও দাবি জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়া পরিবার মানে হচ্ছে খুনি পরিবার। এই বাংলাদেশে খুনিদের রাজত্ব আর চলবে না।’

২১ আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তাঁর শ্রবণেন্দ্রিয় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। নেতা-কর্মীদের মানবঢাল প্রাণে বাঁচায় তাঁকে। কিন্তু নারীনেত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী নিহত এবং প্রায় এক হাজারজন আহত হন। যার মধ্যে পাঁচ শতাধিক নেতা–কর্মী গুরুতর আহত হন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশে মানবাধিকার লঙ্ঘন বারবার হয়েছে, যার মূল হোতাই হচ্ছে জিয়াউর রহমান। আর খালেদা জিয়া তারেক রহমানসহ তাদের দোসর জামায়াতে ইসলামী এবং ’৭১–এর যুদ্ধাপরাধীরা এখনো সে কাজই করে যাচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে মানবাধিকার সংরক্ষণ করেছে। মানুষ ন্যায়বিচার পায়, কেউ অপরাধ করলে তার বিচার হচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই বাংলাদেশে খুনিদের রাজত্ব আর চলবে না। হামলায় আহত যাঁরা এখনো শরীরে গ্রেনেডের স্প্লিন্টার বয়ে নিয়ে বেদনাময় জীবনযাপন করছেন, তাঁদের তিনি বাংলাদেশের মানুষের কাছে গিয়ে জিয়া পরিবারের এই অপকর্ম তুলে ধরতে বলেন। কীভাবে এরা (বিএনপি) তাঁদের (হতাহতদের) জীবনকে ধ্বংস করেছে, কীভাবে দেশে লুটপাট করেছে, কীভাবে দেশের স্বাধীনতার চেতনাকে ধ্বংস করেছে, কীভাবে এ দেশের মানুষের মুখের অন্ন কেড়ে নিয়ে তাদের ক্ষুধার্ত রেখে আর্থসামাজিক উন্নতি হতে দেয়নি, অথচ নিজেরা অর্থসম্পদের মালিক হয়েছে—এসব কথা জনগণের কাছে তুলে ধরতে বলেন প্রধানমন্ত্রী।

মন্তব্য

পঠিতসর্বশেষ

এলাকার খবর

Developed By: Dotsilicon