সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ০৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সোমবার ভোর রাত থেকে বেলা ১১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ১/ মজিবর রহমান (৫০), পিতাঃ মৃত আলী কবর, সাং দেও ভোগ, থানা: সোনারগাঁ। ২/ বিল্লাল (২৫), পিতা মৃত: কাশেম, সাং কেদারপুর, থানা: নরিয়া, জেলা: শরিয়তপুর। ৩/আক্তার ওরফে কনক আক্তার (৪৩), পিতা: মৃত বাদশাহ মিয়া, সাং কদমতলী মধ্য পাড়া, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ। ৪/ রিয়েল (২২), পিতা: জহির, সাং কদমতলী কলেজ পাড়া, থানা: সিদ্ধিরগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ। ৫/ জলিল (২৮), পিতা: কালু চকি দার, সাং কদমতলী কলেজ পাড়া, থানা: সিদ্ধিরগঞ্জ। ৬/ বাবু (২২), পিতা: মৃত জাবেদ আলী, সাং: আঁধার গাছিয়া, থানা: আমতলী, জেলা: বরগুনা।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসআই কামরুল হাসান জানান মাদক ক্রয় বক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীও ফোর্স নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ৬০০০ হাজার পিস ইয়াবা এবং ০৩ হাজার পাতা (তিনশত গ্রাম) হিরোইন সহ ০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাত থেকে বেলা ১১টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মিজমিজি ও শুমিলপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিশান চালিয়ে ছয় মাদক কারবারিককে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ছয় হাজার পিস ইয়াবা ও তিন হাজার পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, এটি একটি বিশাল চক্র। এই চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতার কৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।
মন্তব্য