সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মিজানুর রহমান খান (রিপন) এর পক্ষ থেকে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কদমতলী পুল সংলগ্নের অফিস কার্যালয়ে দোয়া ও তোবারকের আয়োজন করা হয়।
কদমতলী এলাকাসহ মোট ১৮ টি মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও ভোজনের আয়োজন করা হয়। এবং প্রধানমন্ত্রী, শেখহাসিনার দীর্ঘ আয়ু কামনা করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গরিব দুঃখী মানুষ একত্রিত হয়ে মিলাদে অংশগ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের জন্য দোয়ায় কামনা করেন।
নাসিক ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মিজানুর রহমান খান (রিপন) তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানায় এবং এই হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি দাবি করে।
মন্তব্য