বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
 

দুর্নীতি প্রতিরোধ করা শুধু আইন দিয়ে সম্ভব নয়”দুদক সচিব মাহবুব হোসেন”

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩

---
কাজী নাফিস ফুয়াদ মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে (২৩ আগস্ট) বুধবার দুর্নীতি দমন সচিব মোঃ মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, দুর্নীতি দমন এবং প্রতিরোধের গণশুনানিতে দুর্নীতি দমনের লক্ষ্যে সকল জনগণ তথা নাগরিককে সম্পৃক্ত করা তাদের সচেতনতা বৃদ্ধি করা এবং নাগরিক সম্পৃক্ত ছাড়া শুধু আইন দিয়ে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়।এই বিষয়কে সামনে রেখে গণশুনানি করা হয়েছে।

দুদক সচিব আরো বলেন, আপনাদের একটি মেসেজ দিতে চাই, আমাদের সংবিধানে একটি বিধান রয়েছে, অনুপউপার্জিত অর্থ যাতে কেউ ভোগ করতে না পারে রাষ্ট্র সে ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেই লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন কাজ করে যাচ্ছে। কাজেই কেউ যদি ঘুষ অনিয়ম ও নিয়মের ব্যর্তয় করতে চান তাহলে তার ফল ভোগ করতে হবে।

তিনি আরও বলেন, এছাড়াও পদ্মা সেতু জমি অধিগ্রহণ নিয়ে মাদারীপুরে দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন দুদক সচিব।

রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এই স্লোগানে মাদারীপুরে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার হওয়া নাগরিকদের সরাসরি অভিযোগ গণশুনানি অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সঞ্চালনা ও সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দুদক মহা পরিচালক মোঃ আক্তার হোসেন, পরিচালক মোঃ মোরশেদ আলম, জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জামান মিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মোস্তফা হোসেন হাওলাদার, জেলা দুদক উপ পরিচালক মোঃ আতিকুর রহমান,সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী-পেশা ও শুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গণশুনানিতে স্বাস্থ্য, সড়ক ও জনপথ,পি ডব্লিউডি, সমাজসেবা, সমবায়, মাধ্যমিক শিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষা,পাসপোর্ট, জেলা পুলিশ, জেলা রেজিষ্ট্রার, বি আর টি এ, আয়কর ও ভূমি অফিস সহ ৩৮টি দপ্তরের ১০৭টি অভিযোগ শুনানি করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon