বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
 

টুঙ্গিপাড়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩

---
রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ইভেন্ট অনুসারে বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার সকালে তারা টুঙ্গিপাড়া পৌঁছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি সৌধে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন উপাচার্য।

এসময় উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডক্টর নাসিম বানু,উপ- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিষ্ট্রার ড.মহা: শফিকুল আলম, সকল স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীসহ বাউবি পরিবারের পাঁচ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon