বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
 

প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ পেছাল নোবিপ্রবি

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩

---

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ আলমগীর সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস এবং ওরিয়েন্টেশন আগামী ২৯ আগস্ট ২০২৩ তারিখের পরিবর্তে ০৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সকাল ১০.৩০ টায় বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। উক্ত ওরিয়েন্টেশনে সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’

এর আগে, গত রবিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সচিব, ভর্তি কমিটি (২০২২-২৩) প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর (অ. দা.) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৯ আগস্ট শুরু হবে বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon