বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
 

টাকা নিয়ে উধাও ”এমটিএফই” এর সিইও, সহ দু’জন গ্রেফতার।

ন্যাশনাল ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩

---
রায়হান নওগাঁ প্রতিনিধি: অনলাইন বা অ্যাপ ভিত্তিক (বিদেশ থেকে পরিচালিত) আরো যে প্রতিষ্ঠান রয়েছে (সেগুলো কি বাংলাদেশ সরকার এর নিয়ম-নিতি মেনে বৈধ্যভাবে চলছে কি না) সে ব্যাপারে প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন সচেতন মহল।

বিদেশ থেকে পরিচালিত অনলাইন বা আ্যাপ এর মাধ্যমে ”এমটিএফই” কোম্পানী বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা নিয়ে হঠাৎ করেই উধাও হওয়ার ঘটনায় ‘পিবিআই’ রাজশাহীতে অভিযান পরিচালনা করে ”এমটিএফই” কোম্পানির স্থানিয় সিইও রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বিষহারা গ্রামের দ্বিজেন্দ্রনাথ সাহার ছেলে দীপেন্দ্রনাথ সাহা (৪০) সহ তার অপর সহযোগী নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের আব্দুল রশিদ এর ছেলে লতিফুর বারী (৪২) কে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছেন এবং গ্রেফতারকৃত ২ জনকে ২৪ আগস্ট বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত দু’ জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যও আইনানুগ পক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের উর্দ্ধতন একজন কর্মকর্তা।

প্রশাসনের তরিৎ পদক্ষেপ ও জড়ীত দু’ জনকে আটক করার ঘটনায় প্রশাসন এর প্রশংসা করে সচেতন মহল দাবি জানিয়েছেন,
যে ইতি মধ্যেই অনলাইনে পরিচালিত বা আ্যাপ ভিত্তিক কোম্পানি বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন।
কিন্তু এখনো বিদেশি কোম্পানি (যারা বাংলাদেশের বাইরে বিদেশে অবস্থান করে) তাদের নিয়োজিত লোকজন দ্বারা বাংলাদেশ এর বিশেষ করে গ্রামের সহজ-সরল লোকজনকে নানা প্রলোভন দিয়ে একেকটি আইডি প্রতি ১০২ ডলার বা ১০৪ ডলার করে নিয়েছেন।
এমনকি প্রায় দুই - আড়াই বছর পূর্বে এমন প্রলোভনে পড়ে ইতি মধ্যেই হাজারো লোকজন বিনিয়োগ করলেও এখন পর্যন্ত বিনিয়োগ কারিরা কেউ কোন লভাংশের টাকা তুলতে পারেনি।

তবে এমন একটি বিদেশি কোম্পানি বা প্রতিষ্ঠান বাংলাদেশ তথা নওগাঁতে এখনও চালু রয়েছে।

এ-প্রতিষ্ঠানে কিছু লোকজন রয়েছে। যারা গ্রামের সহজ-সরল লোকজন কে নানা প্রলোভনে ফেলে (বিদেশ থেকে পরিচালিত প্রতিষ্ঠানটিতে) ডলার বিনিয়োগ করতে উৎসাহীত করছেন।

ইতি মধ্যেই প্রলোভনে পড়ে দিন মজুরও ফুটপাতের চা দোকানি থেকে শুরু করে অটো বাইক চালক, মুদি দোকানী সহ নানা শ্রেণী-পেশার মানুষ তথা গ্রামের সহজ-সরল মনা মানুষ গুলো প্রতিষ্ঠান টিতে ডলার (টাকা) বিনিয়োগ করেছেন।
তবে এখন পর্যন্ত কেউ কোন লভাংশ না পেলেও বিনিয়োগ কারীরা তাদের হাতে থাকা স্মাট ফোনের মাধ্যমে তাদের নির্দিষ্ট আইডিতে কিছু লভাংশের অর্থ আসার কথা জানালে সেই লভাংশের কোন অর্থ তারা তুলতে পারছেন না, তবে আইডিতে দেখেই তারা সান্তনা পাচ্ছেন যে কোন না কোন একদিন তারা তাদের বিনিয়োগ করা অর্থের লভাংশ পাবেন এমন আশায় রয়েছেন বিনিয়োগকারীরা।

বাংলাদেশ থেকে অর্থ নিয়ে উধাও হওয়ার পূর্বেই (বিদেশ থেকে অনলাইন বা অ্যাপ ভিত্তিক পরিচালিত প্রতিষ্ঠান গুলো দেশের নিয়ম-নিতি মেনে চলছে কিনা এবং তাদের বৈধ্যতা আছে কিনা) সেটি যাচাই করার জন্য প্রশাসনের আশুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon