বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
 

বঙ্গবন্ধুর সমাধিতে পাবনা ০৪ আসনের এমপি’র শ্রদ্ধা

JK0007
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩

---

রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন  পাবনা ০৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস ।

আজ মঙ্গলবার দুপুরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫’র ১৫ আগস্ট ও শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য সাফল্য ও দীর্ঘআয়ু কামনায় প্রার্থনা করা হয়।

পরের তিনি বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা কল্যাণ পরিষদ টুঙ্গিপাড়া শাখার আয়োজনে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

এসময়, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব শারমিন আহমেদ রিপি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মন্ডল, সাধারণ সম্পাদক মশিউর রহমান,বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা কল্যাণ পরিষদ টুংগীপাড়া উপজেলা সভাপতি বোরহান উদ্দিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক সবুজ চৌধুরীসহ  টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon