ইমরান হোসেন তালহা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন দাপায় প্রেমিক প্রেমিকাকে একদল ছিনতাইকারী মারধর করে মোবাইল ও নগদ টাকা লুটে নেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর পিলকুনি এলাকায় বাবুল মিয়ার ভাড়াটিয়া বাসায় এঘটনা ঘটে। এবিষয় ফতুল্লা মডেল থানায় অভিযোগ করলে তাৎক্ষনিক পুলিশ গিয়ে বখাটেদের গ্রেফতারে অভিযান চালায়।
অভিযোগে উল্লেখ করা হয়, দাপা ইদ্রাকপুর পিলকুনি এলাকায় বাবুল মিয়ার ভাড়াটিয়া ফাতেমা খাতুনের বাসায় তার প্রেমিক রাকিব বেড়াতে আসে।
এসময় একই এলাকার ছিনতাইকারী রাসেল ও ছিনতাইকার সাইদুল সহ তাদের ৫/৬ জনের একটি দল ফাতেমার বাসায় এসে কোন কথাবার্তা না বলেই দুজনকে এলোপাথারী মারধর করে দুজনের সাথে থাকা মোবাইল ও নগদ ১৩হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ সময় পাশের বাড়ির ভাড়াটিয়া তরুনী সালমা এগিয়ে আসলে ছিনতাইকারীরা তাকেও মারধর করে চলে যায়। এঘটনায় ফাতেমা ও সালমা থানায় পৃথক দুটি অভিযোগ করেছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই)মোঃ বেলায়েত হোসেন দৈনিক যুগের কণ্ঠস্বরকে জানান, অভিযোগ পেয়ে সাথে সাথে ঘটনার স্থানে যাই পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য